Description
Saptaparni 2 : Sathi Das
Publisher : Lalmati Publishers
সপ্তপর্ণী ২ : সাথী দাস
সারাংশ : অমরাবতী, কাঞ্চনগড় ও মায়াকানন, এই তিন রাজ্যব্যাপী প্রবল রক্তক্ষয়ী সংগ্রামে জয়লাভের পর মাতৃতান্ত্রিক রাজ্যের রানি সপ্তপর্ণীর বিজয়গাথা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী সকল রাজ্যে। তারপর অমরাবতী বিজয়ের পর কেটে গেছে অনেকগুলো বছর। চিরকাল লোকচক্ষুর অন্তরালে থাকা মায়াকাননের রাজকন্যা বর্তমানে তিন রাজ্যের অধিশ্বরী সম্রাজ্ঞী সপ্তপর্ণী নামে পরিচিতা। জীবনের অনেক ঘাত-প্রতিঘাত অতিক্রম করে পর্ণা প্রৌঢ়ত্বের দোরগোড়ায় উপস্থিত। তাঁর অবর্তমানে রাজকুমারী চিত্রাঙ্গদার হাতে অমরাবতীর রাজসিংহাসন এবং রাজ্যভার অর্পণ করতে ইচ্ছুক সপ্তপর্ণী। কিন্তু সপ্তপর্ণীর সেই আশা কী সফল হবে? নাকি ইতিহাসের পুনরাবৃত্তি হবে? নারীর পদদলিত পুরুষ কী আপনার অধিকার আদায় করতে সফল হবে? নারী-পুরুষের এই চিরকালীন দ্বন্দ্বের অবসান কী আসন্ন? অমরাবতীর আকাশ কী যুদ্ধের লেলিহান শিখা ও চিতাভস্মের আল্পনায় পুনরায় রক্তিম হয়ে উঠবে? সকল প্রশ্নের উত্তর আছে কল্পকাহিনি ‘সপ্তপর্ণী’-র দ্বিতীয় তথা অন্তিম খণ্ডে।
Reviews
There are no reviews yet.