Description

Ardhek Akash : Suchitra Bhatttacharya

Publisher : Ananda Publishers

অর্ধেক আকাশ : সুচিত্রা ভট্টাচার্য

সারাংশ : পারমিতা কলেজে পড়ায়। রাজর্ষি ওরফে রাজা উচ্চপদের চাকরি নিয়ে দিবারাত্র ব্যস্ত। যথাসম্ভব মানিয়ে-গুছিয়ে কলেজ আর সংসার দুটোই চালায় পারমিতা। একই সঙ্গে অসুস্থ বাবার চিকিৎসার দেখভালও করতে হয় তাকে। বড় দায়িত্ব পেয়ে রাজা বেঙ্গালুরু চলে গেলে পারমিতার জীবনে এক অদ্ভুত সংকট দেখা দেয়। দু’-একবার অল্প সময়ের জন্য রাজা এসেছে কলকাতায়, পারমিতাও গিয়েছে বেঙ্গালুরু, কিন্তু তাতে চাপা অশান্তি দূর হয়নি। সকলেই যেন চায়, পারমিতা অধ্যাপনার চাকরি ছেড়ে চলে যাক রাজার বেঙ্গালুরুর ফ্ল্যাটে। কী করবে পারমিতা? নিজের জীবনে তার কোনও অধিকার নেই? স্বামীর অনুগমন করাই কি আজও স্ত্রী-র একমাত্র কর্তব্য? সুচিত্রা ভট্টাচার্যের ‘অর্ধেক আকাশ’ উপন্যাসে আছে এক অভিমানী নারীর ভালবাসার শাস্তি নিয়ে বেঁচে থাকার মর্মস্পর্শী কাহিনি।