Description
Ebong Kaalratri 2 : Manoj Sen
Publisher : Book Farm
এবং কালরাত্রি ২ : মনোজ সেন
সারাংশ :
বিগত চুয়ান্ন বছর ধরে কিছু যে লেখালেখি করা গেল, তার বেশিরভাগই গোয়েন্দা গল্প। কারণ, সেই লেখাতেই আমি আনন্দ পেয়েছি বেশি। অথচ, আমার গল্পের পাঠকদের কাছ থেকে লেখক হিসেবে গ্রহণযোগ্যতার সাড়া আসে আমার একটি অপার্থিব কাহিনি থেকে যার নামে এই ‘সিরিজ’ (‘এবং কালরাত্রি ১’ ও ‘এবং কালরাত্রি ২’)-এর নামকরণ করা হয়েছে।
বোঝাই যাচ্ছে, এই বইটি অতীন্দ্রিয় বা অপার্থিব গল্পের সংকলন। এই গল্পগুলির মধ্যে বেশিরভাগ তথাকথিত ভূতের গল্প। আর আছে কিছু কল্পবিজ্ঞানের গল্প। এদের উপস্থিতি অনেকের কাছে অস্বস্তি বা বিরক্তিকর বলে মনে হতে পারে। আমি তাঁদের কাছে আমার যুক্তি হিসেবে বলতে চাই যে, এই কাহিনিগুলিও তো ‘অপার্থিব’। এদের সবক-টাই আমাদের পৃথিবীর বাইরে থেকে আসা জীবেদের নিয়েই লেখা।
বইটিতে আরও একজন আছে। একটি নিঃসঙ্গ ‘দময়ন্তী’। এটা সকলকে জানানো দরকার যে, আমি আজ যে বয়েসে এসে পৌঁছেছি, কখন যে খেলার সাথি বিদায়দ্বার খুলে দেবেন, তা তো জানা নেই। তখন আমার এই সাম্প্রতিক ‘রহস্য সন্ধানী দময়ন্তী উপন্যাসিকা’-টি (মাসাবোর গুপ্তধন) সকলের অগোচরেই ধরার ধুলায় মিশে যাবে। তাই, এই চিন্তাটা মনে আসতেই তাড়াতাড়ি এই উপন্যাসিকাটি ঝাঁকের কইয়ে মিশিয়ে দিলুম।
ভালো করেছি কি না সেটা পাঠক বিচার করবেন।
মনোজ সেন
Reviews
There are no reviews yet.