Description
Drishantanu Upakhyan : Mousumi Chakraborty
Publisher : Freedom Group
দৃষান্তনু উপাখ্যান : মৌসুমী চক্রবর্ত্তী
সারাংশ :
ভারতীয় সাহিত্যে নদীর প্রথম সঞ্চারণধ্বনি শোনা গিয়েছিল ঋগ্বেদের নদীস্তুতিতে। সাংস্কৃতিক অভিযোজনের ধারায় সরস্বতী দেবীত্ব পেলেন, গঙ্গা পেলেন মহাকাব্যে নায়িকার চরিত্র। সূচনা থেকে মানুষের জীবনে মননে নদীর অবিরল উপস্থিতি, সমসাময়িক কাহিনির আধারে ‘দৃষান্তনু উপাখ্যান’ -এই চিরায়ত অস্তিত্বের ব্যক্তিস্তরীয় পুনরাবিষ্কার।
প্রত্যেক যুগের নিজস্ব বিপন্নতা থাকে, নদী তথা পরিবেশ-সংকট আমাদের সময়ের বিপন্নতা। যে প্রজন্মদের এই সময় ধারণ করে আছে, যে প্রজন্মরা এই সময়কে, দময়ন্তী তাদের প্রতিভূ। গঙ্গা তার আজন্মের চেনা, গঙ্গাপ্রেমিক শান্তনু তার প্রার্থিত। কাহিনিতে শান্তনুর প্রথম আগমন গঙ্গাতীরের অনামা জনপদে, দ্বিতীয় আগমন বঙ্গোপসাগরের নির্জন সৈকতে। তবে সে অন্যতর শান্তনু, যে দময়ন্তীর সঙ্গে তার যৌথ অতীতের বিকল্প একটি অতীতের গল্প বলে, বলতে বলতে গল্পের ছলে গড়ে তোলে দময়ন্তীর বিকল্প সম্ভাবনা দূষদ্বতীকে। দূষদ্বতী অধুনালুপ্ত প্রাচীন নদী, অন্যতর শান্তনুর গড়ে দেওয়া ভ্রম এবং গভীরতর সত্যার্থে রাষ্ট্র ও সমাজ দ্বারা নির্ধারিত সংস্কার ও সীমাবোধ। দূষদ্বতীকে ভেঙেচুরে দময়ন্তী নিজের অন্তরস্থিত নদীটিকে আবিষ্কার করে নিজেই উত্তীর্ণ হয় নদীসত্তায়।
Reviews
There are no reviews yet.