Description
Amar Vitor Bahire : Joydip Jana
Publisher : Freedom Group
আমার ভিতর বাহিরে : জয়দীপ জানা
সারাংশ :
সৃষ্টির উলটোপিঠে থাকে ধ্বংস আর ধ্বংসের উলটোপিঠে থাকে সৃষ্টি। সৃষ্টি আর ধ্বংস, দুটোরই শুরু কিন্তু এক জায়গা থেকে ভালোবাসা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছোটো, বড়ো, মাঝারি ভালোবাসার বৃত্তগুলোতে ঘুরে মরে মানুষ ভালোবাসার রং বদলে যায়, এই যা। জীবনের পথে চলতে চলতে, নানা রঙের ভালোবাসায় রঙিন হতে হতে, মানুষ কখনো হারিয়ে ফেলে নিজেকে, আবার কখনো এক অচেনা ‘আমি’কে খুঁজে পায়। ভালোবাসাই মানুষকে গড়ে, ভাঙে, আবার গড়ে।
অন্যদিকে সংখ্যাগরিষ্ঠের সঙ্গে সমমনস্কতা মানুষকে জন্ম আর মৃত্যুর মাঝের সময়টুকুতে এক অনুভূত নিরাপত্তা দেয়। সেই নিরাপত্তার সন্ধানে প্রায় সমস্ত উচিত-অনুচিত, ঠিক-ভুল, ন্যায়-অন্যায়কে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে মেপে নেয় মানুষ। আর তারপর সারাজীবন ধরে বেল কার্ভের প্রান্তের দিকে থাকা মানুষগুলোর দিকে আড়ে আড়ে চায়। এইভাবেই প্রতিটি ভালোবাসাকেও উচিত আর অনুচিতের কাঠগড়ায় তোলে মানুষ। মানুষ ভুলেই যায় যে আদতে বিষয়টা ভালোবাসা- আর এক বিন্দু ভালোবাসা এক সমুদ্র ক্ষমতা ধরে। মানুষ ভুলে যায়, যে, ভালোবাসাই মানুষজন্মের একমাত্র ঐশ্বরিক অর্জন।
শুধুমাত্র ‘অন্যরকম’ বলে কিছু ভালোবাসাকে অন্যায়, অস্বাভাবিক, ক্ষতিকর বলে দাগিয়ে দেয় মানুষ, সমাজ। আর যেসব মানুষ বুকের মধ্যে এই ‘অন্যরকম’ ভালোবাসাকে বয়ে বেড়ায়, তাদের জীবনটাই হয়ে যায় পালাবার গল্প। জীবনের সবচেয়ে গভীর, সবচেয়ে তীব্র অনুভবকে তারা লুকিয়ে রাখতে বাধ্য হয়- কখনো কখনো নিজের থেকেও। তবু, মাঝে মাঝে সেই মানুষগুলোর মধ্যে কয়েক জন ঘুরে দাঁড়ায়, প্রশ্ন করে। সমষ্টি নতুন করে ভাবতে বাধ্য হয়। সমে ফেরে ন্যায়-অন্যায়ের হিসেব। ঘৃণা আর ভালোবাসার দ্বন্দ্বে আরও একবার জয় হয় ভালোবাসার। লেখা হয় নতুন ইতিহাস।
এই বইয়ে আছে এমনই একজন মানুষের জীবনের গল্প। ভুল হল, এই বইয়ে এমনই একজন মানুষ নিজের গল্প বলেছেন। শৈশব থেকেই যাঁর ‘ভালোলাগা’গুলোকে কড়া চোখে শাসন করা হয়েছে, ‘ভালোবাসা’র বেলা তার কেমন কেটেছে? কেমন কাটছে?
Reviews
There are no reviews yet.