Description

Varanasi : Suman Gupta

Publisher : Deep Prakashan

বারাণসী : সুমন গুপ্ত

সারাংশ : জয় বাবা শ্রীশ্রী কাশী বিশ্বনাথ। মহাতীর্থ বারাণসী। নাম-মাহাত্ম্যে ও স্থান মাহাত্ম্যে যুগ যুগ ধরে এই তীর্থ হিন্দু ধর্মাবলম্বী মাত্রকেই প্রভাবিত করে। বিশ্বের কয়েকটি প্রাচীন সভ্যতার মধ্যে কাশী অর্থাৎ বারাণসী অন্যতম। এই তীর্থভূমির প্রাচীন ইতিহাস, কাশী বিশ্বনাথ মন্দির নির্মাণের যাবতীয় ঘটনাক্রম, নতুন মন্দির পরিসর, কাশী বিশ্বনাথ করিডোর, অন্যান্য ছোট-বড় মন্দির নিয়ে নানা তথ্য সমৃদ্ধ করেছে সু-বৃহৎ এই গ্রন্থটিকে। বারাণসীর গলি, গঙ্গার অসংখ্য ঘাট, শ্মশানক্ষেত্র, রাবড়ি-মালাই-চাট, সুগন্ধি-আতর, মশলা, বেনারসি শাড়ি, সর্বোপরি কাশী বিশ্বনাথ মন্দিরের আকর্ষণ এড়ানো অসম্ভব। মহাপুরুষ ও মহাত্মাগণের স্মৃতি বিজড়িত বারাণসী কখনও পুরনো হয় না। কিংবদন্তি-অলৌকিক ঘটনা-জনশ্রুতি-মাহাত্ম্যের মহাসঙ্গমে গড়ে ওঠা বারাণসীর নিখুঁত ইতিহাস-ভূগোল গল্পকথার মাধ্যমে জানানো হয়েছে গবেষণাধর্মী এই গ্রন্থে।